Bhinno Somoye Bhromon by Sirajul Islam FCA

চাদনি রাত। চারদিকে অবারিত জ্যোত্রার প্রাবন। উপরে নীল আকাশ । বিশ্ব এতিহ্যের অংশ সুন্দর বন সংলগ্ন দিগন্ত জোড়া মাঠ। নুন্দরবন এখান থেকে বড়োজোড় তিন কিলোমিটার হবে। ওদের বাড়ি সুন্দরবনের নিকটবর্তী চুনা নদীর তীরে। সন্ধ্যার পর থেকে দুই বন্ধু সিহান ও তিহান বসে আসে চার রাস্তার মোড়ে। এখানে প্রকৃতি বেশ নিবিড় হরে ধরা দেয় ওদের কাছে।

সিহান বললো-একদিন আমরা থাকবো না কিন্তু এই পৃথিবী থাকবে, সুন্দরবন, চাদনি রাত, এমন মন পাগল করা জ্যোৎস্না । থাকবো না শুধু আমরা। তিনশো কিংবা পাঁচশো বা হাজার বছর পরে আমাদের এই প্রিয় জায়গা কি এমনই থাকবে নাকি বদলে যাবে? তখনো কি চাদনি রাতে কিংবা অন্ধকার ঘন হলে নক্ষত্রের রাতে এখানে বসে আমাদের মতো করে সৌন্দর্য দেখবে কেউ?

নিশ্চয়ই দেখবে। এভাবেই তো প্রকৃতির বদল হয়। একদল আসে আর একদল মানুষ চলে যায়। বাড়ি ঘর প্রকৃতি জমি সবই ঠিক থাকে । উত্তর দিল তিহান।

..:: Book info ::..

Bangla Science fiction pdf, science fiction book pdf, সাইন্স ফিকশন বই pdf

Book Name:  Bhinno Somoye Bhromon
Writer:  Sirajul Islam FCA
Book Type:  Novel, Science Fiction
Published:  21 February 2019
Total Page:  112

Read Online