Onnomonosko by Zunayed Evan

বিস্তর খোলা প্রান্তর । প্রচণ্ড কুয়াশায় গাছের মূল অংশ ঢেকে গেছে। হঠাৎ
তাকালে মনে হবে গাছের পাতা হাওয়ার ওপর ভাসছে। চোখে এক ধরনের
ধাধার সৃষ্টি হয়। তারপর চোখ সয়ে যায়। কিন্তু কোথাও একটা সমস্যা
হচ্ছে। গাছের মতো একটা মানুষও মিলিয়ে গেছে। মোতালেব হোসেন
কুয়াশা সরিয়ে খুঁজতে লাগলেন। মধ্য মাঠে দীড়িয়ে শব্দ করে ডাকলেন
‘রিবা।

রুবা তার স্ত্রী। সে জবাব দেয়।

“কোথায় তুমি?

“এই তো আছি।”

“আমি তোমাকে দেখতে পাচ্ছি না।”

রুবা খিলখিল করে হাসে। শব্দের উৎস দক্ষিণ দিকে । বড় একটা গাছ ঘেষে
দীড়িয়ে আছে রুবা। মোতালেব হোসেন হাগিয়ে উঠলেন। বললেন, “কী
করছ এখানে?

“কিছু না। কুয়াশা হতে চাও?

না।’

“অনেক দূর থেকে আমার একটা ছবি তুলবে?

“দূর থেকে কেন?

অন্যমনস্ক একটি সাইকোলজিক্যাল বই। বইটি লিখেছেন এশেজ ব্যান্ডের জনপ্রিয় গায়ক ও লেখক জুনায়েদ ইভান। ২০২২ সালের ২১ শে বই মেলায় বইটি প্রকাশ হবার পর থেকেই বেশ জনপ্রিয়তা লাভ করে।

..:: Book info ::..

অন্যমনস্ক জুনায়েদ ইভান, onnomonsko pdf zunayed evan

Book Name:  Onnomonosko
Writer:  Zunayed Evan
Book Type:  Novel, Psychological
Release Date:  February 2022
Total Page:  124

Read Online