Phoenix Muhammed Zafar Iqbal

রিহান আধো ঘুমের মাঝে অনুভব করল কেউ একজন তার কীধে আলতোভাবে স্পর্শ
করেছে। মুহূর্তের মাঝে রিহানের ঘুম ভেঙে যায়, স্বয়তক্রিয় অস্ত্রটা হাতে ধরে চাপা গলায়
জিজ্ঞেস করে, “কে?”

মানুষটি নিচু গলায় বলল, “আমি।”

রিহান অন্ত্রটি নিচে নামিয়ে রেখে বলল, “ও! তুমি?” মানুষটি তাদেরই একজন, প্রতি
রাতে সে পাহারার ডিউটি ভাগাভাগি করে দেয়। মাঝরাতে একবার ঘুরে ঘুরে দেখে সবাই
ঠিকমতো তাদের ডিউটি করছে কি না। রিহান অপরাধীর মতো বলল, “বসে থাকতে
থাকতে চোখে ঘুম চলে এসেছিল ।”

মানুবটি উত্তর না দিয়ে নাক দিয়ে এক ধরনের শব্দ করল।

রিহান্‌ বলল, “আর হবে না, দেখে নিও।”

মানুষটি আবার নাক দিয়ে এক ধরনের শব্দ করে বলল, “চল।”

রিহান ভয় পাওয়া গলায় বলল, “কোথায়?”

“থ্রাউসের কাছে।”

“থ্রাউস!” রিহান চমকে উঠে বলল, “গ্রাউসের কাছে কেন? আমি তোমাকে কথা দিচ্ছি
আর কখনো এরকম হবে না। আমি বসবই না__”

“আহ!” মানুষটি হাত তুলে রিহানকে থামিয়ে দিয়ে বলল, “সেজন্য নয়। তুমি
ডিউটিতে জেগে আছ না ঘুমিয়ে আছ সেটা নিয়ে গ্রাউস মাথা ঘামায়?”

“তা হলে কী জন্যে ডাকছে?”

“আমি কেমন করে বলব?” মানুষটি হাত নেড়ে বলল, “খ্রাউস আমাকে কখনে! বলবে?”

রিহান অন্যমনস্কভাবে মাথা নাড়ল, মানুষটি ঠিকই বলেছে। গ্রাউস তাদের দলপতি,
এতজন মানুষের দায়িত্ব তার ওপর। তাদের মতো ছোটখাটো মানুষের জন্য গ্রাউসৈর দেখা
পাওয়াই একটি কঠিন ব্যাপার। তারপরও সে চেষ্টা করল, জিজ্তেস করল, “তুমি সত্যিই জান
না কেন ডেকেছে? আন্দাজও করতে পারবে নাঃ”

“না। এখন এটা নিয়ে সময় নষ্ট কোরো না। তাড়াতাড়ি চল। গ্রাউস অপেক্ষা করছে।”

রিহান ইতস্তত করে বলল, “এখানে ডিউটি করবে কে?”

মানুষটা একটু বিরক্ত হয়ে বলল, “সে নিয়ে তুমি চিন্তা করো না। আমার কাছে অন্ত্রটা
দিয়ে তুমি যাও, ভাড়াভাড়ি।”

নিচের এটাচমেন্ট থেকে সম্পূর্ণ বইটি পড়ুন। আপনি যদি সাইন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়তে ভালোবাসেন তাহলে অবশ্যই এই বইটি আপনার পড়া উচিৎ।

..:: Book info ::..

Phoenix, Phoenix pdf, ফিনিক্স pdf

Book Name:  Phoenix
Writer:  Muhammed Zafar Iqbal
Book Type:  Novel, Science Fiction
Published:  2003
Total Page:  63

Read Online

Zafar Iqbal Science Fiction Books: