Robo Nishi Muhammed Zafar Iqbal

তরুণী মা টি অনেক কষ্ট করে উঠে দাঁড়িয়ে দোলনায় শুয়ে থাকা শিশুটির দিকে
তকাল। মা’কে দেখে শিশুটির মুখে একটি মধুর হাসি ফুটে ওঠে।
সে চঞ্চল হয়ে ওঠে এবং একসাথে দুই হাত আর দুই পা নাড়তে থাকে,
ইঙ্গিতটি খুব স্পষ্ট, সে মায়ের কোলে উঠতে চায়। মায়ের শিশুটিকে কোলে
নেওয়ার ক্ষমতা নেই, দুর্বল হাতে শিশুটির মুখ স্পর্শ করে ফিসফিস করে
বলল, “বেঁচে থাকিস বাবা ৷ একা হলেও বেঁচে থাকিস ।”

শিশুটি মায়ের কথার অর্থ বুঝতে পারল না কিন্তু কথার পেছনের
ভালোবাসা আর মমতাটুকু অনুভব করতে পারল সে হঠাৎ করে আরো চঞ্চল
হয়ে ওঠে, দুই হাত আর দুই পা ছোড়ার সাথে সাথে মুখ দিয়ে সে একধরনের
অব্যক্ত অর্থহীন শব্দ করল । মা আবারু কিছু একটি বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ
করে সে কাশতে শুরু করে এবং কাশির সাথে সাথে ঝলকে ঝলকে রক্ত বের
হয়ে আসে । তরুণী মাটি অনেক কষ্ট করে সোজা হয়ে দীড়িয়ে ঘুরে তাকাল।
তার ঠিক পেছনেই ক্রিনিটি নিশ্চল হয়ে দীড়িয়ে আছে। ক্রিনিটি তৃতীয় মাত্রার
একটি রোবট, অনেকদিন থেকে সে এই পরিবারকে দৈনন্দিন কাজে সাহাষ্য
করে আসছে।

তরুণী মা একটু শক্তি সঞ্চয় করে বলল, “ক্রিনিটি, আমার সময় শেষ
হয়ে এসেছে! আমি তোমাকে যা বলি তুমি একটু মন দিয়ে শোনো ।”

ক্রিনিটি কোনো কথা বলল না, সে জানে মানুষ বেশিরভাগ সময়ই অর্থহীন
কথা বলে। মানুষের যে কোনো কথাই তার গুরুত্ দিয়ে শুনতে হয়, সেটি
আলাদাভাবে তাকে বলার প্রয়োজন নেই।

এরপর কি হলো জানতে হলে পড়তে হবে রবো নিশি বইটি। নচে থেকে বইটি পড়তে পারবেন।

..:: Book info ::..

bangla science fiction pdf

Book Name:  Robo Nishi
Writer:  Muhammed Zafar Iqbal
Book Type:  Novel, Science Fiction, Child Book
Published  2010
Total Page:  62

Read Online

More Books By Muhammed Zafar Iqbal: